অভিযুক্ত কবির আহাম্মেদ কৌশিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তের নাম কবির আহাম্মেদ কৌশিক। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

এ ঘটনায় বুধবার (২৯ সেপ্টেম্বর) ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে দাখিলকৃত অভিযোগপত্র থেকে জানা যায়, গত সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্ত কৌশিক ফোন করে তাকে সেমিনার লাইব্রেরিতে পড়াশোনা সংক্রান্ত আলোচনার জন্য দেখা করতে বলে। ওই দিন ৩টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ৮ম তলায় অবস্থিত বিভাগীয় সেমিনারে দেখা হয় তাদের। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে ভুক্তভোগী ওই ছাত্রীকে যৌন নির্যাতন করে কৌশিক।

অভিযোগপত্রে নির্যাতিতা বলেন, তখন সেমিনারে কেউ ছিল না। ঘটনার আকস্মিকতায় আমি অপ্রস্তুত হয়ে পড়ি এবং রেগে যাই। কৌশিক ব্যাপারটা স্বাভাবিক করার চেষ্টা করে এবং পড়াশোনা সংক্রান্ত আলোচনা শুরু করে। নিজেকে সামলে নিয়ে যখন সেমিনার থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করি তখন সে আমার পথ আগলে ধরে আটকানোর চেষ্টা করে। এ সময় সে পুনরায় আমাকে নির্যাতন করে। এক পর্যায়ে আমি দৌড়ে পালিয়ে নিচে আসার চেষ্টা করি। এমন সময় কৌশিক পুনরায় আমার পথরোধ করে ধর্ষণ করার চেষ্টা করে।

বিষয়টি স্বীকার করে অভিযুক্ত কবির আহাম্মেদ কৌশিক ঢাকা পোস্টকে বলেন, অসচেতনভাবে তার সাথে আমি একটু মিস বিহেভ করে ফেলেছি। এটার জন্য আমি তার কাছে ক্ষমাও চেয়েছি। প্রক্টর অফিস থেকে আমাকে ফোন করা হয়েছিল, কাল অফিসে যাব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী ঢাকা পোস্টকে বলেন, ওই ছাত্রীর অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকেও কাল ডাকা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এইচআর/এসকেডি