পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলবে আগামী ২৫ অক্টোবর। এদিন থেকে সশরীরে ক্লাস চালু হবে সব বিভাগে। তার আগে ২১ অক্টোবর আবাসিক হল খুলে দেওয়া হবে। 

রোববার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ২ অক্টোবর দুপুরে একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী। সভায় সব বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, জ্যেষ্ঠ অধ্যাপকসহ বিভিন্ন ক্যাটাগরি থেকে মনোনীত শিক্ষকরা উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, সামনে শীতকালীন ছুটি রয়েছে সেটা বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি। তবে কর্মকর্তাদের জন্য দুর্গাপুজোর ছুটি কমিয়ে আনা হয়েছে।

উপাচার্য ড. এম রোস্তম আলী ঢাকা পোস্টকে বলেন, একাডেমিক কাউন্সিল সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ২১ অক্টোবর থেকে হলগুলো খুলে দেওয়া হবে। এরপর ২৫ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হবে। কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ক্লাস নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রায় ছাত্রই করোনার টিকা নিয়েছে। কিছু শিক্ষার্থীর টিকা নেওয়া বাকি আছে। ক্যাম্পাস খোলার আগ মুহূর্তে তারা নিয়ে নেবে। এর মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীই প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছে।

রাকিব হাসনাত/এমএসআর