জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে ১১ অক্টোবর থেকে শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা প্রদান করা হবে। রোববার (১০ অক্টোবর) চিকিৎসা কেন্দ্রের প্রধান কর্মকর্তা ডাক্তার শামছুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য জানান।

শামছুর রহমান বলেন, ‘সকাল নয়টা থেকে টিকা প্রদান করা শুরু হবে, শেষ হবে দুপুর ২টায়। মোট ছয়টি বুথ স্থাপন করা হবে, দিনে দুই হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করার প্রস্তুতি আমাদের রয়েছে।’

যারা বিশ্ববিদ্যালয়ের বৈধ বর্তমান শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষের সত্যায়ন ক্রমে টিকা গ্রহণ করতে পারবে। টিকা গ্রহণের জন্য হল আইডি কার্ডের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ অথবা পাসপোর্টের কপি দেখাতে হবে বলে জানান তিনি।

টিকাকেন্দ্র কতদিন চালু থাকবে এমন প্রশ্নের জবাবে ডাক্তার শামছুর রহমান বলেন, আমাদের প্রথম লক্ষ্যে শিক্ষার্থীদের কমপক্ষে এক ডোজ টিকা প্রদান করে হলে উঠানো। পরবর্তীতে দ্বিতীয় ডোজ শুরু করব। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী টিকার আওতায় না আসা পর্যন্ত টিকা কেন্দ্র চালু থাকবে।

আলকামা/এমএসআর