রাবির ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার দুপুর ২টা ১০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
ইউনিটটির ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. একরামুল হামিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এদিকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক লিয়াকত আলী, সি ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. একরামুল হাসান প্রমুখ।
জানা গেছে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৩ থেকে ১৮ অক্টোবরের মধ্যে অনলাইনে (admission.ru.ac.bd) বিভাগ পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। এ সময়ের মধ্যে ফরম পূরণ না করলে ভর্তি যোগ্যতা বাতিল করা হবে বলে উল্লেখ করা হয়। এছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিজ্ঞাপন
প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, সি ইউনিট ভর্তি পরীক্ষায় তিনটি গ্রুপ মিলিয়ে মোট কৃতকার্য হয়েছে ১৫ হাজার ২৮৪ জন পরীক্ষার্থী। যেখানে অকৃতকার্য হয়েছে এমন ভর্তিচ্ছুর সংখ্যা ১৮ হাজার ১৪৪ জন। আর অনুপস্থিত ছিল ১০ হাজার ৭৬৫ জন।
শতাংশের হিসেবে এ বছর সি ইউনিটে কৃতকার্যের হার ৪৫ দশমিক ৬৬ শতাংশ। অকৃতকার্যের হার ৫৪ দশমিক ৩৪ শতাংশ এবং উপস্থিতির হার ছিল ৭৫ দশমিক ৬৯ শতাংশ এবং অনুপস্থিতির হার ছিলো ২৪ দশমিক ৩১ শতাংশ।
এবারের ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলো ৪৪ হাজার ১৮৮ জন তার মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৪৪৭ জন, অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৭৪১ জন।
মেশকাত মিশু/এমএসআর