ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ভিত্তিক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
সোমবার (১১ অক্টোবর) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির বর্তমান সভাপতি মো. আব্দল্লাহ আল ফয়সাল।
বিজ্ঞাপন
তিনি জানান, এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হবেন ডিইউডিএস-এর চিফ মডারেটর। মডারেটরবৃন্দ হবেন নির্বাচন পর্যবেক্ষক। ডিইউডিএস-এর সভাপতি মো. আবদুল্লাহ আল ফয়সাল ও সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাত ও মো. জাহিদ হোসেন হবেন সহকারী নির্বাচন কমিশনার। নির্বাচন সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন শামসুজ্জামান সবুজ।
এ বিষয়ে আব্দল্লাহ আল ফয়সাল বলেন, করোনার কারণে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ ছিল। দীর্ঘদিন পর ক্যাম্পাসের সকল কার্যক্রম আবার আগের গতিতে চলছে। তারই ধারাবাহিকতায় ডিউডিএস-এর কার্যনির্বাহী পরিষদ ২০২১-২২ এর নির্বাচনও আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর আগে ১২ অক্টোবর বার্ষিক সাধারণ সভা ও ভোটার ফরম বিতরণ করা হবে। ১৬ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় এবং চূড়ান্ত ভোটার ও প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ১৭ অক্টোবর নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, বরাবরের মতো গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই এ নির্বাচন সম্পন্ন হবে। আশা করি, বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে নতুন কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে।
প্রসঙ্গত, ডিইউডিএস-এর গঠনতন্ত্র অনুযায়ী ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ (বর্তমানে ৩৩ সদস্য বিশিষ্ট) এক বছরের জন্য দায়িত্ব পালন ও সামগ্রিক কার্যক্রম পরিচালনা করে। প্রতিবছর নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানের পর প্রতিটি হল ডিবেটিং ক্লাবের একজন করে প্রতিনিধি ভোটারের সরাসরি ভোটে এক বছরের জন্য সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
এইচআর/এইচকে