জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা ২১ অক্টোবর থেকে ক্যাম্পাসেই টিকা নিতে পারবেন বলে জানা গেছে। জবি মেডিকেল সেন্টারে টিকাকেন্দ্র স্থাপনের কার্যক্রম পুরোদমে চলছে। 

বুধবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের করা আবেদনে টিকাকেন্দ্র স্থাপনের জন্য তেজগাঁও হেল্থ কমপ্লেক্স থেকে একটি মেডিকেল টিম জবির মেডিকেল সেন্টার পরিদর্শন করে।

টিকাকেন্দ্র পরিদর্শন শেষে থানা হেল্থ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার ডা. মো. এম ইসলাম বুলবুল বলেন, টিকা দেওয়ার জন্য যেসব কিছু দরকার সেগুলোর জন্য প্রস্তুত বিশ্ববিদ্যালয়। আশা করছি ২১ অক্টোবর থেকে শিক্ষার্থীরা টিকা নিতে পারবেন।

এ বিষয়ে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, জবি শিক্ষার্থীদেরকে টিকার আওতায় আনতে ২১ অক্টোবর থেকে শিক্ষার্থীদেরকে টিকা দেওয়ার চেষ্টা করছি। জবি টিকাকেন্দ্র থেকে শিক্ষার্থীরা সিনেফার্মের টিকা নিতে পারবেন। শিক্ষার্থীরা সরাসরি রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন। এছাড়াও যেসব শিক্ষার্থীর দ্বিতীয় ডোজ বাকি তারা আবেদনের পরিপ্রেক্ষিতে টিকা নিতে পারবেন।

এমটি/ওএফ