ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সুফিয়া কামাল হলের একটি কক্ষে আগুন লাগার খবর পাওয়া গেছে। প্রদীপ্ত ব্লকের ৮০৬ নম্বর রুম থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানান হল প্রাধ্যক্ষ অধ্যাপক শামীম বানু।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে সুফিয়া কামাল হলের ১০ তলা ভবনের ১০ম তলায় আগুনের ঘটনা ঘটে। 

প্রাধ্যক্ষ অধ্যাপক শামীম বানু বলেছেন, শিক্ষার্থীদের হল থেকে সরিয়ে ফেলা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ৯টা ১৪ মিনিটে আগুনের সংবাদ ফায়ার সার্ভিসে আসে। ঘটনাস্থলে পৌঁছায় ৯টা ১৮ মিনিটে এবং আগুন নিয়ন্ত্রণে আসে ৯টা ২৩ মিনিটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বলেন, ৯টা ১৪ মিনিটে হলের একটি কক্ষে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রাপাত বলে ধারণা করছি। আমাদের দুটি ইউনিট আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এআর/এইচআর/ওএফ