জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ২৫ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত শুধুমাত্র প্রথম ডোজের টিকা (সিনোফার্ম) দেওয়া হবে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকা দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান, ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম, আইটি দফতরের পরিচালক অধ্যাপক উজ্জ্বল কুমার আচার্য্যসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

টিকা গ্রহণ করা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশনস সিস্টেমস বিভাগের শিক্ষার্থী কামরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় থেকে টিকার যে আয়োজন করা হয়েছে তাতে আমাদের জন্য ভোগান্তি কম হয়েছে। আগে টিকার আবেদন করেছিলাম কিন্তু ওখান থেকে মেসেজ আসেনি। এরপর আমাদের বিভাগ থেকে যারা টিকা দেয়নি, তাদের তালিকা নিয়েছে। তারপর আজ বিশ্ববিদ্যালয় থেকে টিকা নিয়েছি।

এমটি/ওএফ