৫৮৭ দিন বন্ধ থাকার পর সোমবার (২৫ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস শুরু হয়েছে। এদিন সকাল ১০টা থেকে ক্লাস শুরু হয়। শিক্ষার্থীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও।

জানা যায়, ক্লাসে শিক্ষার্থীদের মাস্ক পড়া বাধ্যতামূলক ছিল। অফলাইন ও অনলাইন দুইভাবে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। এ ছাড়া করোনাকলীন দীর্ঘ ছুটির ক্ষতি পুষিয়ে নিতে রিভিউ ক্লাসও নেওয়া হবে।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে কোলাকুলি করছে। কেউ দলবদ্ধ হয়ে সেলফি তুলছে আবার কেউ বন্ধুদের সঙ্গে খোশগল্প আর খুনসুটিতে মেতে উঠেছে। তাদের দেখে মনে হচ্ছিল এত দিনের জমানো আড্ডা একসঙ্গে ফেরত দিচ্ছে। অনেকেই গোল হয়ে বসে নিজেদের করোনাকালীন দীর্ঘ সময় পার করার অভিজ্ঞতা শেয়ার করছেন।

ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, দীর্ঘদিন পর সশরীরে ক্লাস করতে পেরে সত্যিই ভালো লাগছে। আমরা হতাশার মধ্যে ছিলাম।  কিন্তু শিক্ষকদের অনুপ্রেরণা আমাদের সাহস যুগিয়েছে। আমরা আবার নতুন উদ্যমে শিক্ষার আলোয় আলোকিত হতে চাই।

উল্লেখ্য, গত ৯ অক্টোবর অন্তত এক ডোজ করোনার টিকা নেওয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের আবসিক হলসূমহ ও কেন্দ্রীয় গ্রন্থাগার খুলে দেওয়া হয়েছে।

এসপি