ভর্তি পরীক্ষা চলাকালীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকতে পারবেন না ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বুধবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতি বিবেচনা করে এ বছর ভর্তি পরীক্ষা চলাকালীন ভর্তিচ্ছু শিক্ষার্থী অথবা তাদের আত্মীয়-স্বজন অথবা বহিরাগত কেউ বিশ্ববিদ্যালয়ের কোনো হলে অবস্থান করতে পারবেন না। এ ছাড়া স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এই নির্দেশনা মেনে চলার জন্য সকলকে অনুরোধ করেন তিনি।

জাবির ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৭ নভেম্বর। যা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন ১ থেকে ৫ শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয় ২০ জুন এবং তা শেষ হয় ১৪ আগস্ট।

আলকামা/এসপি