ঢাবি সাংবাদিকদের জন্য পিআইবির মোবাইল জার্নালিজম কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কর্মরত সাংবাদিকদের জন্য মোবাইল জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) তিন দিনব্যাপী এই কর্মশালা আজ শনিবার (১৩ নভেম্বর) শেষ হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) তত্ত্বাবধানে এতে ঢাবি ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। মোবাইল সাংবাদিকতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ সাংবাদিকদেরকে সনদপত্র তুলে দেওয়া হয়।
বিজ্ঞাপন
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের সহকারী অধ্যাপক কাজী আনিছ, দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক আমীর মুহাম্মদ জুয়েল এবং আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিশেষজ্ঞ সাহস মোস্তাফিজ। এতে সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবির সহকারী প্রশিক্ষক বারেক হোসেন।
কর্মশালার শেষ দিন শনিবার বিকেলে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। সভাপতিত্ব করেন পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ।
বিজ্ঞাপন
সমাপন অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, বহুমাত্রিক কারণে সারাবিশ্বেই এখন মোবাইল সাংবাদিকতা জনপ্রিয় হচ্ছে। আগে একটা সংবাদ প্রচারের জন্য অনেক প্রসেসিংয়ের মধ্য দিয়ে যেতে হতো। এখন অনলাইন ও মোবাইলের কারণে বিষয়গুলো অনেক সহজ হয়েছে। সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি আমাদের বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যমকর্মীদের দক্ষতাকে আরও শানিত করবে। মোবাইল সাংবাদিকতার নীতি নৈতিকতার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, মোবাইলের মাধ্যমে সংবাদ ও ফুটেজ সংগ্রহসহ অন্যান্য কাজে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি পেলে বাংলাদেশে মাল্টিমিডিয়া জার্নালিজমের চর্চা দ্রুত প্রসারিত হবে। আমরা ইতোমধ্যে বেশ কয়েকটি প্রশিক্ষণের আয়োজন করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের জন্য আমরা মুখিয়ে ছিলাম। আগামীতেও ঢাবির সাংবাদিকদের জন্য এমন আয়োজন অব্যাহত থাকবে।
কর্মশালা আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে ঢাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির বলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানাই এমন একটি যুগোপযোগী কর্মশালার আয়োজন করার জন্য। আগামীতে ঢাবি সাংবাদিকদের জন্য পিআইবি অনুসন্ধানীমূলক এবং ডেটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবে এমনটি প্রত্যাশা করছি।
এইচআর/এইচকে