কার্তিকের বৃষ্টিমাথায় কেন্দ্রে ভর্তি পরীক্ষার্থীরা
কার্তিকের শেষে বৃষ্টির দেখা মিলল রাজধানীতে, নবান্নের আগে শীত নামবে বলে...। সকাল থেকে গুড়ি-গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে ভর্তি পরীক্ষা কেন্দ্রে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির ২০২১-২২ শিক্ষাবর্ষের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের পরীক্ষার্থীরা। শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর দশটি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা শুরু হবে।
কেন্দ্র দশটি হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, নটরডেম কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
বিজ্ঞাপন
সরেজমিনে রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র ও ইডেন মহিলা কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় করছে পরীক্ষার্থীরা। কেন্দ্রে ঢুকতে উভয় কেন্দ্রের সামনেই লাইন ধরে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় তাদের। কেন্দ্রগুলোতে যথাযথ স্বাস্থ্যবিধি ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পরীক্ষা শুরুর প্রায় দেড় ঘণ্টা আগে থেকেই পরীক্ষার্থী প্রবেশ করানোর প্রক্রিয়া শুরু হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে পরীক্ষার্থীদের। কেন্দ্রের অভ্যন্তরে হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক ছিটানো ও শরীরের তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে। মোবাইল, স্মার্টফোন, ইয়ারফোনসহ যেকোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পরীক্ষার্থীদের।
বিজ্ঞাপন
ঢাকা কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, ঢাকা কলেজ কেন্দ্রে তিন হাজার পরীক্ষার্থী অংশ নেবে। এসব পরীক্ষার্থীরা যেন স্বস্তির সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। করোনাকালে স্বাস্থ্যবিধি নিশ্চিতে আমরা পর্যাপ্ত সুরক্ষা মূলক ব্যবস্থা গ্রহণ করেছি। পুরো ক্যাম্পাস জুড়ে করা হয়েছে আসন বিন্যাস।
তবে সকাল থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টিতে কিছুটা ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে পরীক্ষার্থীদের। বাইরে অপেক্ষমান অনেক পরীক্ষার্থীর মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিভাবকদের।
রবিউল আউয়াল নামের এক অভিভাবক বলেন, গুড়ি-গুড়ি বৃষ্টি হচ্ছে তাতে সমস্যা নেই। কিন্তু বৃষ্টির পরিমাণ যদি বেড়ে যায় তবেই পরীক্ষার্থীদের সমস্যার মধ্যে পড়তে হবে।
এর আগে ৫ ও ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকের কলা এবং সমাজবিজ্ঞান অনুষদের এ ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হলেই শেষ হবে সাত কলেজের ভর্তি পরীক্ষা কার্যক্রম প্রক্রিয়া।
আরএইচটি/এসএম