প্রধানমন্ত্রীর ‘উইটসা অ্যাওয়ার্ড’ জয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল
ছাত্রলীগের আনন্দ মিছিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড’ এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড’ জয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু হয়ে কলাভবন, ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
সমাবেশে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, ইডেন কলেজ শাখা, ঢাকা কলেজ শাখাসহ বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
আল নাহিয়ান খান জয় বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে একটি মডেল হয়ে উঠেছে। উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড অর্জন করায় প্রাণপ্রিয় নেত্রীকে অভিনন্দন জানাই।
বিজ্ঞাপন
লেখক ভট্টাচার্য বলেন, দিন বদলের সনদ বাস্তবায়িত হয়েছে। অনান্য দেশের সরকারপ্রধানরা শেখ হাসিনার সরকার পরিচালনা, দেশ পরিচালনা এবং বাংলাদেশের উন্নয়ন কৌশল গ্রহণ করছেন।
এইচআর/আরএইচ