ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় প্রকাশ করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে  ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

সোমবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে ১২৫০ আসনের বিপরীতে লড়েছেন ২৭ হাজার ৩৭৪ জন। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ২১ দশমিক ৯০ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের অধীন ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইস্যুরেন্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস এবং অর্গানাইজেশন স্ট্রেটেজি অ্যান্ড লিডারশীপ বিভাগে নির্বাচিত ১২৫০ জনকে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য বিবেচনা করা হবে।

এইচআর/এসএসএইচ