করোনাকালীন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধের পর গত ২৫ অক্টোবর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস ও পরীক্ষা শুরু হয়। করোনাকালীন দীর্ঘ সময় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে হারিয়ে যাওয়া মূল্যবান সময়ের অপূরণীয় ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ২০২১-২০২২ শিক্ষাবর্ষের পূর্ব নির্ধারিত শীতকালীন ৯ দিনের ছুটি (২৮ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত) বাতিল করা হলো।

রাকিব হোসেন/আরআই