বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের (এফবিএস) ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের আয়োজিত বিউপি অ্যাসিসিফিনিটি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিইউপির বিজয় অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। 

এ প্রতিযোগিতায় দেশের ১১টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। তারমধ্যে ছয়টি দল চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ‘টিম ওলভস অব মতিঝিল’ চ্যাম্পিয়ন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘টিম এলডার ওয়ান্ড’ প্রথম রানার্স আপ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ‘টিম অ্যাডভেন্ট’ দ্বিতীয় রানার্স আপ হয়।

বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল মো. মোয়াজ্জেম হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের প্রফেসর ড. মাহফুজুল হক। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা।

আইএসএইচ