দক্ষিণ কোরিয়ার চুংবুক ন্যাশনাল ইউনিভার্সিটির প্যারাসিটোলজি বিভাগের অধ্যাপক কিজন এস ইওম-এর নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আজ (৫ ডিসেম্বর) উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ড. হ্যান্সল পার্ক এবং ড. ডংমিন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিয়ামুল নাসের উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দল ঢাবির প্রাণিবিদ্যা বিভাগে নবপ্রতিষ্ঠিত প্যারাসিটোলজি ল্যাবরেটরির উন্নয়নসহ শিক্ষা ও গবেষণার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক গবেষণা পরিচালনার বিষয়ে প্রতিনিধি দলের সদস্যরা আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যারাসিটোলজি ল্যাবরেটরি উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যেই চুংবুক ন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এইচআর/এমএইচএস