ঢাবিতে বিনামূল্যে সেবা দিচ্ছে তৃতীয় লিঙ্গের বিউটি পার্লার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে বিনামূল্যে সৌন্দর্য চর্চার সেবা দিতে দেখা গেছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের। তাদের পরিচালিত ‘উত্তরণ বিউটি পার্লার’ এ সেবা দিচ্ছে।
শনিবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ সেবাদান কার্যক্রম। সেবার মধ্যে ছিল হেয়ারকাট, পেডিকিউর, ম্যানিকিউর, হেয়ার ট্রিটমেন্ট ও ফেসিয়াল।..
বিজ্ঞাপন
জানা যায়, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের উদ্যোগে উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসেবে সপ্তমবারের মতো আরও একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করা হয়। সপ্তম এ বিউটি পার্লারটি উপহার পেয়েছেন তৃতীয় লিঙ্গের কর্মী নিশাত।
বিজ্ঞাপন
এ বিষয়ে উত্তরণ বিউটি পার্লারের পরিচালক তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর নিশাত বলেন, ডিআইজি হাবিুবর রহমান আমাদের স্বাবলম্বী করে তুলতে বিউটি পার্লার উপহার দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়েছেন। আমরা আগে রাস্তায় কালেকশন করতাম। আমি এসএসসি পর্যন্ত পড়েছি, কাজও পারি। আমরা অন্য বিউটি পার্লার থেকে সেবার দামও কম নিচ্ছি।
তিনি আরও বলেন, এ সমাজ আমাদের এখনো সেভাবে গ্রহণ করেনি। সবাই যাতে আমাদের কাছ থেকে সেবা নিতে আগ্রহী হয় সেজন্য আমাদের এ উদ্যোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে আমরা এই কার্যক্রম পরিচালনা করব। শিক্ষার্থীসহ সবাই যেন আমাদের পার্লারে গিয়ে সেবা নেয় সেই আহ্বান থাকবে।
সেবা নেওয়া রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী আমানতু আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ভিন্নধর্মী এ সেবা পেয়ে ভালো লাগছে। তারাও আমাদের সমাজের একটা বড় অংশ। তাদের নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। তাদের এ উদ্যোগ দেখে এবং সেবা নিয়ে আমার খুব ভালো লেগেছে।
এইচআর/আইএসএইচ