বিনম্র শ্রদ্ধায় শাবিতে বুদ্ধিজীবীদের স্মরণ
যথাযোগ্য মর্যাদায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের উপস্থিতিতে কালো ব্যাজ ধারণের মাধ্যমে দিবসটি পালন শুরু হয়।
এরপর সকাল ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। পরবর্তীতে সকাল ৯টা ২০ মিনিট এবং ১০টায় শহীদ মিনার এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য।
বিজ্ঞাপন
এরপর শাবি শিক্ষক সমিতি, শাবি কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, বিভিন্ন ছাত্র সংগঠন, বিভাগ ও বিভিন্ন আবাসিক হল শহীদ মিনার এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এরপর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় শাবি শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২১ উদযাপন কমিটির আহ্বায়ক ড. রাশেদ তালুকদারের সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস।
বিজ্ঞাপন
আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, প্রক্টর ড. আলমগীর কবীরসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক। এরপর সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনার, বঙ্গবন্ধু চত্বর এবং চেতনা-৭১ এ মোমবাতি প্রজ্বালন করা হবে।
এমএসআর