ঢাকসাসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ আড্ডার মধ্য দিয়ে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী নানা কার্যক্রমের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন সংগঠনটির সদস্যরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। কলেজের মূল প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হয়ে মিরপুর রোড প্রদক্ষিণ করে আবারও ক্যাম্পাসে এসে শেষ হয় র্যালিটি।
বিজ্ঞাপন
এরপর কলেজের শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির দফতর সম্পাদক হাসান তামিমের সঞ্চালনায় ও সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে শুরু হয় ‘গণমাধ্যম বাস্তবতা ও ক্যাম্পাস সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভা।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও ঢাকসাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ ও ঢাকসাসের উপদেষ্টা অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন ও ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সেলিম বলেন, বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে সাংবাদিকতার নতুন মোড় উন্মোচিত হয়েছে। ক্যাম্পাস সাংবাদিকতায় সংশ্লিষ্টরা বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতির সামনে ক্যাম্পাসের খবর তুলে ধরতে পারেন। আমরা চাই এই ক্ষেত্র আরও প্রসারিত হোক।
বিশেষ অতিথি অধ্যাপক মইনুল বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিষ্ঠানে সাংবাদিকতা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সহশিক্ষা মূলক কার্যক্রমের দ্বার উন্মোচিত হয়েছে। এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তবে সংশ্লিষ্টদের অবশ্যই নজর রাখতে হবে যেন বস্তুনিষ্ঠতা নিশ্চিত করে সংবাদ পরিবেশন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সাইফুল ইসলাম চৌধুরী, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাসরিন আরা দেওয়ান, শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুল করিম, আক্তারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক আলতাফ হোসেন, শেখ কামাল ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম, শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের তত্ত্বাবধারক নাসির উদ্দিন।
আলোচনা অনুষ্ঠানে ঢাকসাসের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফা মল্লিক, সাবেক সভাপতি যাকারিয়া ইবনে ইউসুফ, মাহমুদুল হাসান, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা কলেজ শাখার নেতারা, কলেজের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি, সরকারি বাঙলা কলেজ সাংবাদিক সমিতি, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারাও উপস্থিত ছিলেন।
আরাএইচটি/এমএইচএস