অর্থনীতি সমিতির সম্পাদক হলেন জবির আইনুল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের শিক্ষক ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক কামালউদ্দিন আহমেদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিজ্ঞাপন
গত ২৫ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আবুল বারকাত ও আইনুল ইসলামের ‘শোভন সমাজের লক্ষ্যে অর্থনীতি’ প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৯টি পদের মধ্যে ২৮টিতে জয় লাভ করে। নতুন কমিটি আগামী দুই বছর অর্থাৎ ২০২২-২৩ সাল সমিতির দায়িত্ব পালন করবে।
এছাড়া সমিতিতে সহ-সভাপতি হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক হান্নানা বেগম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মো. আলমগীর হোসেন ভূঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সরদার এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের শিক্ষক মো. সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
কোষাধ্যক্ষ হিসেবে ওয়ান ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ জেড এম সালেহ; যুগ্ম সম্পাদক পদে সেন্ট্রাল ইনস্যুরেন্স কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক বদরুল মুনির ও এইচডিআরসির উপপরিচালক শেখ আলী আহমেদ; সহ-সম্পাদক হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রথম সহকারী সহসভাপতি পার্থ সারথী ঘোষ, রাঙ্গুনিয়া প্রেসের ব্যবস্থাপনা পরিচালক মনছুর এম ওয়াই চৌধুরী, খুলনার ফুলতলা মহিলা কলেজের শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের কর্মী সৈয়দ এসরারুল হক এবং দিনাজপুরের কলেজিয়েট গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিবুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এছাড়া সমিতিতে সদস্যপদে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (অব.) মো. লিয়াকত হোসেন মোড়ল, ইমার্জিং ক্রেডিট রেটিংয়ের পরিচালক জামালউদ্দিন আহমেদ, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার অর্থনীতি বিভাগের শিক্ষক মো. জহিরুল ইসলাম সিকদার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. সাদেকুন্নবী চৌধুরী, নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষক শাহানারা বেগম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. মোরশেদ হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মো. শামিমুল ইসলাম, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির প্রথম সহকারী সহ-সভাপতি মো. মোজাম্মেল হক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক শাহেদ আহমেদ, নারী উদ্যোক্তা মেহেরুননেছা, ওয়াগ্গাছড়া টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, ব্যাংক এশিয়ার কর্মকর্তা নেছার আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আকবর কবীর এবং সরকারি ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মো. আখতারুজ্জামান নির্বাচিত হয়েছেন।
এমটি/আইএসএইচ