১৪ ফুট লম্বা ২ অজগর উদ্ধার
রাজবাড়ির কালুখালির চৌবাড়িয়া কাঁসাদহ থেকে ১৪ ফুট ও সাড়ে ১৩ ফুট লম্বা ২টি বার্মিজ পাইথন (অজগর) উদ্ধার করা হয়েছে।
রোববার (২ জানুয়ারি) বিকেলে সাপ দুটি উদ্ধার করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট ও ডীপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন।
বিজ্ঞাপন
রাজবাড়ির রঞ্জু মল্লিকের সাপের খামার থেকে সাপ দুটি জব্দ করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী সাপ পালা, আটক, পরিবহন আইনত নিষিদ্ধ।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী, অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি বন্যপ্রাণী শিকার, কোনো উদ্ভিদ ইচ্ছাকৃত উঠানো, উপড়ানো, ধ্বংস বা সংগ্রহে রাখতে পারবে না। আর এ আইন ভঙ্গ করলে অভিযুক্ত ব্যক্তি সর্বোচ্চ ১ বছর কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া একই অপরাধের পুনরাবৃত্তি ঘটালে সর্বোচ্চ ২ বছর অথবা সর্বোচ্চ ১ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
বিজ্ঞাপন
উদ্ধারকার্যে উপস্থিত ছিলেন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের পরিচালক জহির উদ্দিন আকন, ওয়াইল্ড লাইফ ইন্সপেক্টর নার্গিস সুলতানা লিজাসহ বনবিভাগের কর্মকর্তারা।
ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের পরিচালক জহির উদ্দিন আকন ঢাকা পোস্টকে বলেন, দুটো অজগর উদ্ধার করা হয়েছে। যার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সে ভুল স্বীকার করেছে। সাপগুলোর মধ্যে একটি অসুস্থ, প্রয়োজনীয় চিকিৎসা শেষে এদেরকে বন বিভাগ নিরাপদ পরিবেশে অবমুক্ত করবে।
ডীপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, রাজবাড়ির স্নেক ফার্মে দুটি বার্মিজ পাইথন ছিল। পাইথন দুটিকে উদ্ধার করা হয়েছে। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটকে অসংখ্যা ধন্যবাদ এ ধরনের অভিযান পরিচালনা করার জন্য।
এ ছাড়া উদ্ধারকার্যে আরও উপস্থিত ছিলেন ডীপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের ইফতিকার মাহমুদ, সৈয়দা অনন্যা ফারিয়া, মাহমুদুল হাসান তালুকদার ও তাসবিন সাকিব।
মো. আলকামা/আরআই