গুচ্ছ পদ্ধতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তির মেধা তালিকায় যারা সুযোগ পায়নি তাদের ২০ হাজার টাকা দিলেই সুযোগ করে দেওয়া হবে বলে প্রলোভন দেখাচ্ছে একটি চক্র। এজন্য ৮৫০ টাকা অগ্রীম প্রদান করতে বলা হচ্ছে।

গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিভিন্ন ফেসবুক গ্রুপে একটি আইডি থেকে এমন প্রচারণা চালানো হচ্ছে। এতে বিব্রত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য সংক্রান্ত একটি ফেইসবুক গ্রুপে ‘যাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে চান্স হয়নি আমরা চান্স করে দেব’ এমন একটি কমেন্ট করা হয় ‘Md Sujan’ নামে একটি আইডি থেকে। সেখানে ‘IU চান্স ১০০% করে দেব’ নামে হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি লিংক যুক্ত করা হয়। গ্রুপের অ্যাডমিন হিসেবে থাকা মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। 

উক্ত গ্রুপে রাহিন নামে একটি আইডি থেকে মেসেজ শেয়ার করা হয়। যেখানে লেখা আছে- ‘যারা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি তাদের আমরা চান্স করে দেব। আমরা প্রথমে গুচ্ছের রেজাল্ট চেঞ্জ করে নাম্বার বাড়াব। পরে সেই নাম্বার সাবমিট করব। তাহলে তোমার সিরিয়াল ১০০ এর ভেতরে আসবে। মোট খরচ হবে ২০ হাজার টাকা। অগ্রিম পেমেন্ট করতে হবে ৮৫০ টাকা। যারা চান্স পেতে চাও তারা কল করো।’ 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ভর্তির ক্ষেত্রে জালিয়াতির কোনো সুযোগ নেই। বিষয়টি আমাদের জন্যও বিব্রতকর। আইসিটি সেলকে এ ব্যাপারটি খুঁজে বের করতে নির্দেশনা দিয়েছি। তারা প্রতিবেদন দিলে আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব।

রাকিব হোসেন/আরআই