ঢাবির ডিন নির্বাচনে নীল দলের হয়ে লড়বেন জিয়া রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডিন নির্বাচনে সামাজিক বিজ্ঞান অনুষদের আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দলের একক প্রার্থী হিসেবে লড়বেন অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান।
মঙ্গলবার ( ৪ জানুয়ারি) সামাজিক বিজ্ঞান অনুষদের নীল দলের অভ্যন্তরীণ ভোটে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমকে হারিয়ে তিনি চূড়ান্ত মনোনয়ন পান। অধ্যাপক ড. জিয়া রহমান ৮৯ আর অধ্যাপক ড. সাদেকা হালিম ৭০ ভোট পেয়েছেন।
বিজ্ঞাপন
অধ্যাপক জিয়া রহমান ও নীল দলের সামাজিক বিজ্ঞান অনুষদের একাধিক শিক্ষক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১ জানুয়ারি নীল দলের অভ্যন্তরীণ ভোটে সমান ৭২ ভোট পাওয়ায় দুজনকেই মনোনয়ন দেয় নীল দল। মনোনয়নও জমা দেন এই দুই শিক্ষক।
বিজ্ঞাপন
আগামীকাল মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। তাই একদল থেকে দুইজন প্রার্থী যেন না হয় সেজন্য পুনঃভোটের আয়োজন করা হয়। অভ্যন্তরীণ ভোটে যিনি হারবেন তিনিই মনোনয়ন প্রত্যাহার করবেন। সে হিসেবে ড. সাদেকা আগামীকাল মনোনয়ন প্রত্যাহার করবেন।
উল্লেখ্য, চূড়ান্তভাবে নীল দল আর সাদা দলের অংশগ্রহণের মাধ্যমে আগামী ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিন নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দুদলই তাদের প্রার্থী চূড়ান্ত করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ১৩টি অনুষদের মধ্যে দশটিতে ভোটের মাধ্যমে নির্বাচিত হন ডিনরা। আর শিক্ষা অনুষদ, ওষুধ অনুষদ এবং পোস্টগ্রাজুয়েট চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদে সরকার মনোনীতরা ডিনের দায়িত্ব পালন করেন।
এইচআর/আইএসএইচ