জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। বুধবার (০৫ জানুয়ারি) দুপুরে এক মানববন্ধনে এ দাবি জানান তারা।

এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী পূজা মজুমদার দুটি ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। বর্তমানে তিনি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি জানান তারা। এর পরিপ্রেক্ষিতে মানববন্ধনের আয়োজন করে শিক্ষার্থীরা। 

মানববন্ধনে বক্তারা পূজা মজুমদারের সুচিকিৎসা নিশ্চিতকরণ ও সব খরচ বহনের জন্য প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি ৬ দফা দাবি উপস্থান করেন। 

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জহির ফয়সাল বলেন, আমরা এর আগেও অনেকবার প্রশাসনকে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি জানিয়েছি। তবে আজ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অটোরিকশা বন্ধ করেনি। বিশ্ববিদ্যালয় এলাকা মরণফাঁদে পরিণত হচ্ছে।

সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী তাওফিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা নিরাপদে চলাচল করতে পারে না এটা খুবই হতাশাজনক। গতকাল আমাদের বিভাগের এক ছোট বোন রিকশা দুর্ঘটনায় আইসিইউতে ভর্তি আছে। রিকশা, মোটরসাইকেল কিংবা প্রাইভেটকার কীভাবে বিশ্ববিদ্যালয়ের সড়কে চলবে সেটার জন্য কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে অটোরিকশা বন্ধের দাবি জানিয়েছে শিক্ষক সমিতির সভাপতি লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি পরিবেশবান্ধব ও সবুজ ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার উপস্থিতি অনুপযোগী।’

তবে দুর্ঘটনার জন্য শুধু অটোরিকশা দায়ী কি না এমন প্রশ্নের জবাবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, ‘শুধু অটোরিকশা নয়, মোটরসাইকেল এবং প্রাইভেটকারও দুর্ঘটনার জন্য দায়ী। তবে এর সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি সংশ্লিষ্ট। ফলে আইন মানার ব্যাপারটি জটিল হয়ে পড়ছে। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? তবে সবাই এগিয়ে এলে দুর্ঘটনা রোধ করা সম্ভব। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলছি। রিকশা, মোটরসাইকেল এবং প্রাইভেটকারের গতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া জন্য বলা হয়েছে।

আলকামা/এসপি