রাবিতে মিলনায়তনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনের ছাদ থেকে পড়ে মো. আলেক (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মিলনায়তনের ছাদ থেকে আবর্জনা ফেলতে গিয়ে পড়ে যান তিনি।
নিহত আলেক রাজশাহীর বেলপুকুর থানার কানপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
ঘটনার প্রত্যক্ষদর্শী নির্মাণশ্রমিক মুস্তাকিম বলেন, আমরা সকাল থেকেই এখানে কাজ করছিলাম। তারপর দুপুর দেড়টার দিকে কাজ করতে করতে হঠাৎ আলেক ওপর থেকে নিচে পড়ে যান। তারপর প্রশাসনের লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। পড়ে জানতে পারি আলেক মারা গেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, মিলনায়তনের ছাদ থেকে আবর্জনা ফেলতে গিয়ে অসাবধানতাবশত পড়ে যান আলেক। পরে তার সহকর্মীরা তাকে রামেক হাসপাতালে নিয়ে যান। রামেক হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিজ্ঞাপন
মেশকাত মিশু/আরএআর