জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ২০২১-২০২২ সালের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে চারুকলা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আরাফাত ইসলাম আমান সভাপতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী নিলয় দেব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (১২ জানুয়ারি) জবি চলচ্চিত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পায়।  

কার্যনির্বাহী কমিটিতে আরও রয়েছেন, সহ-সভাপতি এস এম ফয়সাল রোজ, নভেরা হাসান নিক্কন ও অর্পিতা বিশ্বাস ছোঁয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মুশফিকর রহমান মুকিত, এ এম সি শাহরিয়ার ও সাকিফ সাদ, সাংগঠনিক সম্পাদক মো. বাশার, দফতর সম্পাদক ইফতেশাম ইজাজ, অর্থ সম্পাদক শারমীন সুলতানা নিশি, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাফিস ইসমাম তাশিক,
জনসংযোগ সম্পাদক আশরাফি তরফদার শুচি, অনুষ্ঠান ও কর্মশালা সম্পাদক মুশফিকুল আলম সুপ্ত, পাঠচক্র ও গবেষণা সম্পাদক নুসরাত জাহান, তথ্য প্রযুক্তি সম্পাদক মাহির সাফিন, 
সাংস্কৃতিক সম্পাদক প্রকৃতি আশেক, কার্যনির্বাহী সদস্য বাঁধন বণিক ও আফিয়া মোবাশশিরা।

নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি দেবাশীষ বিশ্বাস পাভেল ও প্রতিষ্ঠাকালীন সদস্য অংকুর রায়। এছাড়াও ছিলেন গত কমিটির সভাপতি মেহেদী হাসান, সহসভাপতি আসিফ ইকবাল ও সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির অর্পণসহ অন্য সদস্যরা।
 
এমটি/আরএইচ