পদত্যাগের বিষয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নেবেন বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বুধবার (১৯ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, এ ঘটনায় আমার যদি কোনো দোষ থাকে তাহলে তদন্ত কমিটি গঠন করা হবে। সেখানে সরকার যে সিদ্ধান্ত নেবে তাই মেনে নেবে উপাচার্য।

তিনি বলেন, শিক্ষক সমিতির নেতৃত্বে আমাদের শিক্ষকরা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে গেলে তারা তাদের ফিরিয়ে দেয়। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা গালিগালাজ সহ্য করে আলোচনার প্রস্তাব দিয়ে যাচ্ছেন কিন্তু শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করছে। শিক্ষার্থীদের ওপর হামলার যে ঘটনা ঘটেছে তাতে আমি খুবই মর্মাহত। 

এদিকে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাদে উপাচার্যের পদত্যাগ দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা আজ দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম দেন। এরপর তারা আমরণ অনশনের ঘোষণা দেয়।

জুবায়েদুল হক রবিন/এসপি