কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে বিবৃতি দিয়েছে বঙ্গবন্ধু পরিষদের একাংশ। রোববার (২৩ জানুয়ারি) পরিষদের সভাপতি ড. মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মো. নাসির হুসেইন স্বাক্ষরিত এক বিবৃতিতে পরিস্থিতির দ্রুত সুষ্ঠু সমাধান চেয়েছেন শিক্ষকরা। 

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরের অপসারণসহ বিভিন্ন দাবির প্রেক্ষিতে শিক্ষক সমিতির বিবৃতি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নির্বাচিত প্রতিনিধিদেরকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে। বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের এমন মুখোমুখি অবস্থান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছে। 

এর আগে গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় রেজিস্ট্রারের পদ থেকে অধ্যাপক আবু তাহেরের অপসারণ দাবি করে তার দফতরে তালা লাগিয়ে আন্দোলন শুরু করে কর্মকর্তা-কর্মচারীরা। সে সময় তাদের অনেকেই শিক্ষকদের নিয়ে অশালীন বক্তব্য প্রদান করেছেন বলে অভিযোগ উঠেছে। 

শিক্ষকদের নিয়ে এমন অশালীন বক্তব্য, কটুক্তি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে বিবৃতি প্রদান করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

আরআই