ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক মনোনীত হয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ক্লাবে সংগঠনের এক সভায় তিনি এ পদে মনোনীত হন। এর আগে তিনি সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

সভায় দুজন যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়। তারা হলেন; বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকরাম হোসেন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুর রহিম।

এদের মধ্যে অধ্যাপক ড. মো. আকরাম হোসেন ঢাবি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন। আর ড. মো. আবদুর রহিম বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন অধ্যাপক ড. আব্দুস সামাদ।

এইচআর/এসকেডি