চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে প্রায় ১২ ফুট লম্বা রাজগোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাপটি উদ্ধার করেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলামের নেতৃত্বে স্নেক রেসকিউ টিম।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা সাইফুল সুমন ঢাকা পোস্টকে বলেন, শনিবার বেলা ১১টার দিকে আমার বাসায় পাশে সাপটা দেখলাম অন্য একটা বড় দাঁড়াশ সাপকে গিলে খাচ্ছে। তখন খবর দিই নিরাপত্তা দফতরে। টানা দুই ঘণ্টা চেষ্টা করে সাপটিকে ধরা হয়।

এ বিষয়ে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ ভেনম রিসার্চ সেন্টারের গবেষক আব্দুল ওয়াহেদ পিলু বলেন, এ প্রজাতির সাপ বিলুপ্তপ্রায় এবং বিষধর। সাপটিকে উদ্ধার করে চমেক ভেনম রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে এনে চবির জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

এর আগে গত ২৮ ডিসেম্বর প্রায় ১২ ফুট লম্বা অজগর সাপ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স রিসার্চ সেন্টার থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অদূরে জঙ্গলে সাপটি ছেড়ে দেওয়া হয়।

রুমান/এনএ