সশরীরে ববির প্রথম বর্ষের পাঠদান শুরু ২৭ ফেব্রুয়ারি
সশরীরে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে পুনরায় ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর ড. খোরশেদ আলম। তিনি জানান, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয় ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হবে। ওইদিন বিভাগগুলো ওরিয়েন্টেশন করবে। যা পরে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে। চলমান বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারির পর আর না বাড়ালে সব বর্ষের ক্লাস সশরীরে শুরু হবে।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, চলতি বছরের ২২ জানুয়ারি সশরীরে ক্লাস কার্যক্রম বন্ধ করা হয়। যদিও পরীক্ষা, ভাইভা কার্যক্রমসহ কিছু ক্লাস অনলাইনে অব্যাহত রয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/আরআই
বিজ্ঞাপন