বিইউপিতে ভর্তি পরীক্ষা ১১ ও ১২ মার্চ, আবেদন শুরু রোববার
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী ১১ ও ১২ মার্চ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিইউপি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ২০২০ ও ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ সুযোগ পাবেন।
বিজ্ঞাপন
এতে আরও বলা হয়, আগামী ১১ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা হবে। ওইদিনই বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত হবে আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা। পরদিন ১২ মার্চ সকালে সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদ এবং বিকেলে সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা হবে।
ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও খুলনায় একযোগে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে মৌখিক পরীক্ষা হবে ঢাকায় বিইউপি ক্যাম্পাসে।
বিজ্ঞাপন
এএজে/এসএম