ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ‘শতবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় : অর্জন ও প্রত্যাশা’ শীর্ষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে মোট ১০০টি পুরস্কার দেওয়া হবে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত সব শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতা তিনটি ক্যাটাগরিতে বিভক্ত। প্রত্যেক ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কারসহ সর্বমোট ১০০টি পুরস্কার দেওয়ার ব্যবস্থা রয়েছে।

অংশগ্রহণের নিয়মাবলী

অনধিক ২০০০ শব্দে এ-৪ আকারের কাগজে কম্পোজ করে রচয়িতার নাম, ঠিকানা ও পরিচয়সহ প্রবন্ধটি আগামী ৩১ মার্চ ২০২২ তারিখের মধ্যে সরাসরি বা ডাকযোগে রেজিস্ট্রার (প্রশাসন-৩), ঢাকা বিশ্ববিদ্যালয় সমীপে এবং প্রবন্ধের সফট কপি reg.admin3@du.ac.bd ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির বিবরণসহ প্রতিযোগিতা-সংশ্লিষ্ট বিস্তারিত তথ্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে বলা হয়েছে।

এইচআর/জেডএস