সাভারের আশুলিয়ায় কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আংশিক পচন ধরেছে বলে জানা গেছে। তার হাত-পা বাঁধা ছিল।

শুক্রবার (২৫ ফ্রেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের নাল্লাপোল্লা এলাকার একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে- ওই নারীকে হত্যার পর কেউ ঝোপের মধ্যে দুই থেকে তিন দিন আগে ফেলে রেখে গেছে।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আশুলিয়ার ওই এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরনে প্যান্ট পরা ছিল এবং একটি কাথা দিয়ে মোড়ানো ছিল। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক দেলোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মাহিদুল মাহিদ/আরএআর