কুড়িগ্রামে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় শিলাবৃষ্টি ও দমকা হাওয়ায় জেলার মানুষজন বিপাকে পড়েছেন। ফসলের ক্ষতি তেমন না হলেও মানুষের বাড়িঘর এবং আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে নাগেশ্বরী, ফুলবাড়ী ও ভুরুঙ্গামারী উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি ও ঝড়ের খবর পাওয়া গেছে।
সদরের পাঁচগাছী ইউনিয়নের রহিমা বেগম ও সাজেনা বেগম বলেন, আমাদের ঘরের চাল ঝড়ে উড়ে গেছে। এখন রাতে কোথায় থাকব বুঝতে পারছি না। ঝড় হওয়ার ২-৩ ঘণ্টা হয়ে গেল, এখনো কেউ কোনো খবর নিতে আসেনি।
বিজ্ঞাপন
শুলকুর বাজার এলাকার আরিফ মিয়া বলেন, আমার প্রতিবেশী আতাউর রহমানের বাড়িঘর ও আসবাবপত্রের অনেক ক্ষতি হয়েছে। তিনি হতদরিদ্র এক কৃষক। দিন এনে দিন খান। এই পরিবারটিকে সাহায্যের অনুরোধ রইল।
বিজ্ঞাপন
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুর রশিদ জানান, কুড়িগ্রামে যে পরিমাণ শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে গেছে তাতে কৃষি সেক্টরে তেমন কোনো প্রভাব পড়বে না। তবে আমের মুকুলের কিছু ক্ষতি হয়েছে।
মো. জুয়েল রানা/আরআই