সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তবে তাতক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জেলার কামারখন্দ উপজেলার ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তরবঙ্গ থেকে একটি পিকআপ কয়েকজন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। বিকেল ৪টার দিকে পিকআপটি ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন অন্তত আরও তিনজন।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
বিজ্ঞাপন
শুভ কুমার ঘোষ/ আরআই