বান্দরবানের রোয়াংছড়িতে মংসুইশৈ মার্মা (৪০) নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মংসুইশৈ মার্মা নতুনপাড়ার মৃত নিসামং মার্মার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার ১২টার দিকে মংসুইশৈ মার্মা বাড়ির পাশে গোসল করার সময় দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মংসুইশৈ মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। 

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, দুপুর ১২টার দিকে বাড়ির পাশে গোসল করার সময় মংসুইশৈ মার্মা নামে একজনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি এখনো বলা যাচ্ছে না। তদন্ত শেষে জানা যাবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

রিজভী রাহাত/এসপি