বরগুনায় গুঁড়ো দুধ ভেবে কীটনাশক (বাসুডিন) খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বরগুনা সদরের বালিয়াতলী ইউনিয়নের শশাতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মো. ইসা (৪) বরগুনার ঢলুয়া ইউনিয়নের ফুল ঢলুয়া গ্রামের ইউনুস হোসেনের ছেলে। শিশুটি একই গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

পরিবার সূত্রে জানা যায়, দুদিন আগে মায়ের সঙ্গে শশাতলী গ্রামে নানা মজিদ ফকিরের বাড়িতে বেড়াতে আসে শিশু ইসা। আজ সকালে বাড়ির পাশে মাঠে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল সে। কিছুক্ষণ পর নানা মজিদ ফকিরের ঘরে প্রবেশ করে পেছনের বারান্দায় থাকা কীটনাশক বাসুডিন খেয়ে ফেলে ইসা। ঘরের মেঝেতে বাসুডিন ছড়িয়ে থাকতে দেখেই চিৎকার করে ওঠেন ইসার মা।

পরে ইসা জানায় সে গুঁড়ো দুধ ভেবে বাসুডিন খেয়ে ফেলেছে। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে নিয়ে বরগুনা সদর হাসপাতালে যান। হাসপাতালে পাকস্থলী পরিষ্কার করার কিছুক্ষণ পরেই শিশুটি মারা যায়।

নিহত ইসার মামা কবির হোসেন বলেন, ইসা দুদিন আগে তার মায়ের সঙ্গে বেড়াতে আসে। তাকে হাসপাতালে আনা পর্যন্ত সুস্থই ছিল। পেট ওয়াশ করার পরপরই মারা যায়।

বরগুনা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমন বিশ্বাস বলেন, কীটনাশক খাওয়ার পর শিশুটিকে হাসপাতালে আনা হয়। আমরা শিশুটির পাকস্থলি ওয়াশ করি এবং প্রয়োজনীয় চিকিৎসা দিই। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, আমরা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে খোঁজ নেওয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এনএ