হাঁটতে বেরিয়ে প্রাণ হারালেন সাবেক ইউপি সদস্য
সাতক্ষীরায় সকালে হাঁটতে বেরিয়ে নছিমনের ধাক্কায় প্রাণ হারালেন সাবেক ইউপি সদস্য। বুধবার (০২ মার্চ) সকাল ৭টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের শিশু হাসপাতালের সামনে এ দুঘর্টনা ঘটে।
নিহত হাবিবুর রহমান খোকন (৩০) সদর উপজেলার কাশেমপুরে গ্রামের মৃত নাসের সরদারের ছেলে ও সাবেক ইউপি সদস্য।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো হাবিবুর রহমান খোকন সকালে সড়কে হাঁটতে বের হন। বুধবার সকালে সাতক্ষীরা-যশোর সড়কের শিশু হাসপাতালের সামনে পৌঁছালে হাবিবুর রহমান খোকনকে পেছন থেকে নছিমন ধাক্কা দিলে পড়ে গিয়ে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নছিমনটি আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
আকরামুল ইসলাম/এসপি