ভোলায় পুলিশি পাহারায় বিএনপির সমাবেশ
তেল, গ্যাস, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ভোলায় পুলিশি পাহারায় বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার (০২ মার্চ) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্রঘোষিত এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সেখানে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ- ট্রুম্যানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম।
বিজ্ঞাপন
তিনি বলেন, বর্তমান সরকারের বাজার ব্যবস্থার ওপরে কোনো নিয়ন্ত্রণ নেই। গরিব-দুঃখী মানুষদের শেষ করে দেওয়ার জন্য ব্যবসায়ীদের দিয়ে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে। সাধারণ খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস উঠেছে। তেলের দাম বাড়ার কারণে পরিবহন ভাড়া বেড়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা।
এ সময় ভোলা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ইমতিয়াজুর রহমান/আরএআর