প্রভাবশালীদের থাবায় ভরাট হচ্ছে শত বছরের খাল
গাইবান্ধা পৌরসভায় জেলা পরিষদের খালের ওপর ব্রিজের মুখ বন্ধ করে অবকাঠামো নির্মাণের জন্য মাটি ফেলছে প্রভাবশালী একটি মহল। খবর পেয়ে গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান ঘটনাস্থলে এসে ২৪ ঘণ্টার মধ্যে মাটি অপসারণের নির্দেশ দেন।
বুধবার (২ মার্চ) দুপুরে জেলা পরিষদ-সংলগ্ন এলাকায় ব্রিজের মুখ থেকে মাটি অপসারণের নির্দেশ দেন তিনি।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, গাইবান্ধা জেলা পরিষদের সামনে দিয়ে বয়ে চলা খালটি শত বছরের পুরোনো। এই খাল দিয়ে গাইবান্ধা শহরের বেশির ভাগ বর্জ্য ও ময়লা ব্রিজের নিচ দিয়ে চলে যায় রেলওয়ের বড় জলাশয়ে। সেই ব্রিজের মুখটি রাতের আঁধারে বন্ধ করে অবকাঠামো নির্মাণের পাঁয়তারা করেন শাহেনশাহ্, বেরুনীসহ তাদের লোকজন।
তারা আরও জানান, স্থানীয়ভাবে তাদের রাজনৈতিক পরিচয় না থাকলেও তারা প্রচুর অর্থবিত্তের মালিক। অভিযুক্ত বেরুনী যুক্তরাষ্ট্রপ্রবাসী। টাকার জোরে তারা প্রশাসন ও আইনকে তোয়াক্কা করেন না। তাদের থাবায় আজ ভরাট হচ্ছে শত বছর বয়সী জেলা পরিষদের খালটি।
বিজ্ঞাপন
স্থানীয়রা মৌখিকভাবে মাটি সরানোর অনুরোধ করলেও তাতে তারা কর্ণপাত করেননি। পরে বিষয়টি পৌর মেয়রকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেন এবং ২৪ ঘণ্টার মধ্যে মাটি অপসারণের নির্দেশ দেন।
এ ব্যাপারে পৌর মেয়র মতলুবর রহমান জানান, ব্রিজের মুখ বন্ধ করে জলাধারকে বাধাগ্রস্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ। জেলা পরিষদ এলাকার ব্রিজের মুখটি মাটি দিয়ে ভরাট করা হয়েছে, এমন খবর পেয়ে প্রথমে পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে পাঠাই। পরে আমি সেখানে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মাটি অপসারণের নির্দেশ দিয়েছি। আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপন আকন্দ/এনএ