নওগাঁর সাপাহারে রাতের আঁধারে এক আমচাষির তিন বিঘা জমির মুকুলধারী প্রায় ৪০০ আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার পিছলডাঙ্গা মলপাড়া গ্রামের আবুল কাশেমের আমবাগানে এ নিন্দনীয় ঘটনাটি ঘটেছে।

আমচাষি আবুল কাশেম বলেন, আমার তো কোনো শত্রু নেই। তারপরও আমের মৌসুম শুরুর প্রাক্কালে কে বা কারা আমার এ ক্ষতি করেছে বুঝতে পারছি না। তিন বছর আগে তিন বিঘা জমি ইজারা নিয়ে তাতে আমবাগান তৈরি করেছি। জমি থেকে কোনো মুনাফা না পেয়ে দুই বছরের কিস্তির টাকা জমির মালিককে পরিশোধ করেছি।

এবার প্রথম গাছে মুকুল এসেছে। মুকুলও এসেছিল গাছ ভরে। প্রচুর আম পাওয়া যেত। আবহাওয়া অনুকূলে থাকলে ওই জমি থেকে এবার তিন থেকে সাড়ে তিন লাখ টাকার আম পেতাম বলে আশা করেছিলাম। কিন্তু শুরুতে আমার এত বড় সর্বনাশ হয়ে গেল।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনাটি নিশ্চিত করে বলেন, কে বা কারা রাতের আঁধারে কৃষকের আমের বাগানে আমগাছ কেটে ফেলেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো. দেলোয়ার হোসেন/এনএ