বাগেরহাটের মোরেলগঞ্জে গভীর রাতে কৌশলে ঘরে ঢুকে স্বামী-সন্তানকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ ও ডাকাতির মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ মার্চ) বিকেলে মোরেলগঞ্জ উপজেলার উত্তর জিলবুনিয়া এলাকার একটি সুপারি বাগান থেকে এনামুল হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
 
এর আগে বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল ৪টায় কচুয়া উপজেলার বাগমারা খেয়াঘাট এলাকা থেকে রিয়াজ শিকদার নামে একজনকে গ্রেপ্তার করে র‌্যাব। 

গ্রেপ্তার এনামুল হাওলাদার উত্তর জিলবুনিয়া গ্রামের মৃত মুনছুর আলী হাওলাদারের ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, স্বামী-সন্তানকে বেঁধে রেখে গৃহবূঁকে ধর্ষণ ও ডাকাতির মামলায় এনামুল হাওলাদার নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উত্তর জিলবুনিয়া গ্রামের একটি সুপারি বাগান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। 

প্রসঙ্গত, মঙ্গলবার (১ মার্চ) গভীর রাতে মোরেলগঞ্জ উপজেলার জিলবুনিয়া গ্রামে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে স্বামী-সন্তানকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ ও মালামাল লুট করে চারজন। এ ঘটনায় বুধবার রাতে নির্যাতিতা নারীর স্বামী বাদী হয়ে রিয়াজ শিকদারের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেন। একই দিন বিকেলে বাগেরহাট সদর হাসপাতালে নির্যাতিতা নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

তানজীম আহমেদ/আরআই