তিন ঘণ্টা পর গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ অফিসের কাছে ডিভাইন গ্রুপের কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে আগুনে নিয়ন্ত্রণে আনে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বিকেল ৪টার দিকে আগুনের খবর পাওয়া যায়। কারখানার শেডের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, কাশিমপুর ডিবিএল, ডিইপিজেড ও মির্জাপুরসহ আটটি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শুক্রবার ছুটির দিন থাকায় প্রতিষ্ঠানের ডাইং সেকশন ছাড়া বাকি সব সেকশন বন্ধ ছিল। তাই বেশি শ্রমিক সেখানে ছিলেন না। বিকেলে হঠাৎ কারখানার ভেতরের শেডে আগুন লাগে। সেখানে পোশাক তৈরির বিপুল কাঁচামাল মজুত ছিল। আগুনে পুড়ে সেসব ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিহাব খান/আরএআর