পারিবারিক কাজে এসেছিলেন পিরোজপুরে। কাজ শেষ করে অটোরিকশাযোগে ফিরছিলেন বাড়ির পথে। হঠাৎ করে সামনে থেকে একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান মঠবাড়িয়ার ধানিসাফা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ ফারুক (৭০)।

শুক্রবার (০৪ মার্চ) রাত ৮টার দিকে পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নের কলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালক আরিফকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে পিরোজপুরগামী একটি ট্রাক কলবাড়ি এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সাবেক চেয়ারম্যান ফারুক ঘটনাস্থলেই মারা যান। বাকি চারজনকে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

আহত অটোচালক কিবরিয়া হাওলাদার জানান, আমরা পিরোজপুর থেকে ইন্দুরকানীর দিকে যাচ্ছিলাম। হঠাৎ করেই একটি ট্রাক এসে ধাক্কা দিয়ে পিষে দেয়। একজন ঘটনাস্থলেই মারা যায়। আর আহত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় মজুমদার জানান, চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন জানান, ঘাতক ট্রাক ও চালক আরিফকে আটক করেছি। এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

আবীর হাসান/এসপি