অসামাজিক কাজে বাধা দেওয়ায় হাত হারাল রিয়াজ
অসামাজিক কাজে বাঁধা দেওয়ায় হাত হারাতে হলো রিয়াজ শেখ (১৯) নামে এক যুবককে। গতকাল রোববার (৬ মার্চ) সন্ধ্যায় দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রপাত শনিবার মাঝরাতে।
আহত রিয়াজ শেখ দৌলতদিয়া ইউনিয়নের সোরাপ মন্ডলের পাড়ার বাবু শেখের ছেলে। অভিযুক্ত হুমায়ুন সামসু মাস্টার পাড়ার হাসেম ওরফে হাসির ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, শনিবার রাত ১টার দিকে ফেরিঘাট থেকে বাড়ি ফিরছিলেন রিয়াজ। বাড়ির কাছে পৌঁছাতে স্থানীয় হুমায়ুনকে অসামাজিক কাজে লিপ্ত দেখতে পায় রিয়াজ এবং বাধা দেয়। এতে করে রিয়াজ ও হুমায়ুনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে পরদিন রোববার সন্ধ্যার পর দৌলতদিয়ায় নিরালা বোর্ডিং এলাকায় রিয়াজকে পেয়ে কোপ দেয় হুমায়ুন। এ সময় হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে রিয়াজ। এতে তার হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়।
আহত রিয়াজ বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা চলছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনাটি ঘটেছে। আমরা খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। যদিও ঘটনাটি রেল লাইনের ওপর ঘটেছে। তারপরও আমরা থানা পুলিশ আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চালাচ্ছি।
মীর সামসুজ্জামান/এমএএস