বগুড়ায় মোটর মালিকদের দু’গ্রুপের সংঘর্ষ

বগুড়ায় মোটর মালিকদের দু’পক্ষের সংঘর্ষে পুলিশ সাংবাদিকসহ সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ( ৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চারমাথা বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়া শহরের চারমাথা বাস টার্মিনাল এলাকায় মোটর মালিকদের দু’পক্ষের সংঘর্ষ ঘটে। এ সময় জিটিভির ক্যামেরাপার্সন রাজু আহমেদ ও এক পুলিশ কনস্টেবলসহ সাতজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সংঘর্ষ চলাকালে বাসে আগুন দেয় বিক্ষোভকারীরা

 এদিকে বগুড়া মোটর মালিক গ্রুপের অস্থায়ী কার্যালয় ও ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ভাঙচুর করে। তারা ১৪টি মোটরসাইকেল ভাঙচুর করে এবং ৫/৬টিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া নাভানা নামে একটি সিএনজি পাম্প এবং একটি বাসে আগুন লাগানোর চেষ্টা করে তারা।

মোটরসাইকেলে দেওয়া আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা ঢাকা পোস্টকে বলেন, মোটর মালিক গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

সাখাওয়াত হোসেন জনি/এসপি