মোটরসাইকেল ধুতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
তাজুল ইসলাম
কুড়িগ্রাম সদর উপজেলায় মোটরসাইকেল ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাজুল ইসলাম (২৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজুল ইসলাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নেওয়ানিপাড়া গ্রামের মো. মাহাবুবুর রহমানের ছেলে। তিনি স্টক মালামালের ব্যবসা করতেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে মোটর পাম্প দিয়ে তাজুল তার মোটরসাইকেল ধৌত করেন। মোটরসাইকেল ধোয়া শেষ করে বিদ্যুতের তার গোছাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আইয়ুব আলী সরকার জানান, তাজুল নিজ বাড়িতে মোটর পাম্প দিয়ে মোটরসাইকেল ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার দুই বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।
বিজ্ঞাপন
জুয়েল রানা/আরএআর