নোয়াখালীর চাটখিলে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে হায়াতের নেছা (৭৫) নামে এক বৃদ্ধা ও জিহাদুল ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের আগুনি বাড়ির পাশের ধানখেতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়িতে শোকের ছায়া নেমে আসে। 

নিহত হায়াতের নেছা উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের আগুনি বাড়ির মৃত জালাল উদ্দিনের স্ত্রী। জিহাদুল ইসলাম একই বাড়ির মো. হাছানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামের আগুনি বাড়ির পশ্চিম পাশের ধানখেতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। এসময় ধানখেত দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তারা। বিষয়টি পল্লী বিদ্যুৎ চাটখিল অফিসে জানানো হলে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। 

চাটখিল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন মোশাহেদুল্লাহ ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 
 
তিনি বলেন, বিদ্যুতের তার ছেঁড়া ছিল তা আমরা জানতাম না। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 হাসিব আল আমিন/এমএএস